Book by M. Kawshick (42)

Book by M. Kawshick (42)

A Book by Mohammad kawshick (অনির্বাণ রুদ্র)  from 42nd Batch – will be available @ Ekushe Boi Mela 2014 at Dhaka.

Kawshick_42

আমার ভেতরে ঈশ্বর আছে
===============
আমরা যারা সময় সময় স্রোতে
সরে গেছি নিজের হৃদয় থেকে দূরে
পাললিক পাহাড় বুকে নিয়ে জেগেছি অন্ধকারে
আমরা যারা সাগরের ঢেউ বুকে নিয়ে
হেটে গেছি পথ নিশ্চুপে
যারা বেহেশত দেখি অতি চেতনে
ভুগি নরক যন্ত্রণায় অবচেতনে
আমরা যারা জীবনকে বহন করে
খুঁজে গেছি জীবনের মানে
ক্রীড়ামোদী বালকের হেয়ালীপনায়
আমরা জীবন পৃথিবীতে আসি শীত ঘুম শেষে
চলে যাই জীবনের আয়ু ফুরলে
আমরা যারা জীবনের ব্যাপ্তি দীর্ঘ ভেবে
পাগলের মত খুঁজে ফিরেছি ঘর- শান্তি
– নারী- প্রেম- স্তন- উষ্ণতা
আমরা যারা জীবনকে অতি ক্ষুদ্র ভেবে
ভরে তুলেছি হৃদয় ঘৃণার বিষে
আমরা যারা জীবনের ভেতরে
বহন করেছি নতুন জীবন
আমরা সৃষ্টি এক___আমরা মানুষ
যে বালকের নির্দেশে অজস্র নক্ষত্র__
জন্ম নেয়__খসে পড়ে মৃত্যুর দেশে
সে কখনো বহন করে নাই এ জীবন
কখনো ভোগে নাই কোন কালাজ্বরে
হাত পেতে খোজে নাই ক্ষুধার অন্ন
কোন চাঁদ রাতে বসে নাই প্রিয়ার পাশে
মধুরাতে মাতে নাই চাষাবাদের উল্লাসে
বুকে চেপে ধরে নাই সন্তানেরে
কোন দিন চাখে নাই স্বাদ- মরণের
তবুও আমরা জীবন এক- করে চলেছি বহন
তাঁর কভু মেলে নাই এ জীবনের দেখা
তাঁর বুঝি বড় সাধ ছিল এই সব
জীবনের, বিবর্তন অনুভূতির খেলা
হয়ত সাধ ছিল মৃত্যু যন্ত্রণার
হয়ত চেয়েছিল একটা চাঁদ রাত
প্রিয় হাত- শিহরন বুঝবার__
হয়ত চেয়েছিল জেরুজালেমের ময়দান
চেয়েছিল শত্রু___যুদ্ধ যুদ্ধ খেলবার
চেয়েছিল অন্নহীন পাকস্থলীর মোচড়ানো বেদনায়
হাড়জিরে মৃতদেহ শকুনেরা ছিঁড়ে খাক
চেয়েছিল অনুভূতি__চেয়েছিল বুঝে নিতে
কতটা মানসিক ধর্ষণে জীবনের প্রতি ঘৃণা হয়
সাধ ছিল এই সব মানবিক অনুভূতি খুঁজবার
এই সব অনুভূতি বুক পেতে বুঝবার
তবুও আমরা জীবন এক- করে চলেছি বহন
আমরা সৃষ্টি এক- আমরা মানুষ
আমাদের ভেতরে বসবাস করে ঈশ্বর
মানুষের মাঝে খুঁজে নেয় মানব জনমের স্বাদ

———————

Publisher:Ittadi Grontho Prokash
Book fair stall no:173,174,175
Publishing date:21st February 2014

Share