[SMC Magazine ‘নোঙর’] জোড়া কবিতা : শাহেদ পারভেজ (২৫)

[SMC Magazine ‘নোঙর’] জোড়া কবিতা : শাহেদ পারভেজ (২৫)

ঈজেল

সেই হতবাক চোখে তাকিয়ে থাকা …..
স্বপ্নের ঈজেলে-
সাদা-কালো অথবা রঙ্গিন কোন ছবি আঁকা,
খুব সেকেলে মনে হয় আজকাল I
বার্ধক্যের ভাইরাস, লাঠি-সোটা নিয়ে-
হামলা করে মগজের সদর দরজা গলে I
মলাট ছেড়া ভাবনাগুলো –
ছুটি নিয়ে পালায় I
দুনিয়াটা রং বদলায় অহরহ ,
কেবল তুমি আমি তেমনি থাকি –
সাদা-কালো অথবা রঙ্গিন কোন ছবি আকি………..।
পাপ পুণ্য জড়ো হয়ে থাকে –
শরীর এবং মনে ,
বিবেক-বুদ্ধি গচ্ছিত রেখে
বাঁচি কিংবা মরি –
ঝাপসা চোখে আকাশ দেখি ,
দেখি ক্লান্ত তারাদের ঘুম ….
তবু তুমি আমি তেমনি থাকি –
সাদা-কালো অথবা রঙ্গিন কোন ছবি আকি………..।

========================================

রাজরোগ

উইকিলিকে খবর এলো , তথ্য হলো ফাঁস ,
ঘুমের ঘোঁড়ে রাজা নাকি হাটেন বারোমাস I
সেও হত রাজা যদি
হাটতো সোজা পথে …..
মওকা পেলেই চেপে বসেন
উল্টো দিকের রথে I
রাজ্য জুড়ে বদ্যি-বামুন
হুমড়ি খেয়ে পড়ে-
শত চেষ্টায়
রোগটা যদি
একটু হলেও সারে I
তন্ত্র-মন্ত্র থেরাপি সবই হলো ফেল –
পুরষ্কার মিলল সবার
দু’মাস করে জেল I
অবশেষে মন্ত্রীরা সব
করলো সমন জারি
যার ওষুধে রোগ সারাবে
আধেক রাজ্যি তারই I
এমনি করে কাটল দিন
বছর এবং মাস –
রাজরোগ হয় না লাঘব
ভীষন সর্বনাশ |
সবশেষে এক
অন্ধ বামুন জুটল কোথা থেকে –
রাজার কানে মন্ত্র পড়ে
উল্কি দিল এঁকে |
রাজা এখন ঘুমোন শুয়ে
কেবল ডাকেন নাক –
হতেন না আর উল্টো দিকে
সবাই হতবাক |

————————-

Shahed Parvez 25
[শাহেদ পারভেজ(২৫): লেখার হাতেখড়ি সেই ছোটবেলায়, টাঙ্গাইলে স্কুলে পড়ার সময় I তারপর কলেজ পেরিয়ে মেরিন একাডেমী , মাঝে মধ্যে দু’এক লাইন লেখার সুযোগ হয়েছে | পনের বছরের দীর্ঘ সমুদ্রবাস, ক্যাডেট লাইফ থেকে চিফ ইঞ্জিনিয়ার – এই সময়টাতে লেখা প্রায় হয়নি বললেই চলে | সিঙ্গাপুরের এরকম মহাব্যস্ত জীবনযাত্রাতেও , চেষ্টা করছি লেখা-যোখার অভ্যেস ধরে রাখতে | অভিনন্দন তাদের, যাদের উদ্যোগে সফলভাবে প্রকাশিত হলো এই ম্যাগাজিন|]

Share