সমুদ্র থেকে পাহাড়—যেখানে সাহস, ঐক্য আর অধ্যবসায় মিলে যায় এক বিন্দুতে! আমাদের মেরিন কমিউনিটির জন্য এটি নিঃসন্দেহে এক গর্বের মুহূর্ত। ২০২৫ সালের ৪ অক্টোবর দুপুর ১১টা ৪৫ মিনিটে, প্রতিকূল আবহাওয়া, প্রবল তুষারপাত ও হিমেল ঝড় উপেক্ষা করে বাংলাদেশের আটজন সাহসী মেরিনার সফলভাবে পৌঁছে যান এভারেস্ট বেইস ক্যাম্পে (৫৩৬৪ মিটার)। ‘Quest Crew Bangladesh’ ও ‘FNF Riders Chattogram’-এর যৌথ উদ্যোগে এই অসাধারণ অভিযান সম্পন্ন হয়, যা নিঃসন্দেহে বাংলাদেশের মেরিনারদের অদম্য ইচ্ছাশক্তি, টিম স্পিরিট এবং নেতৃত্বগুণের প্রতীক।
⛰️ অভিযাত্রী দল
অভিযানের নেতৃত্বে ছিলেন মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল।
অন্য সদস্যরা হলেন –
মেরিন ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান, মেরিন ইঞ্জিনিয়ার রাফি রুকন, ক্যাপ্টেন সাখাওয়াত কমল, মেরিন ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান রাজু, মেরিন ইঞ্জিনিয়ার ইমরুস সাঈদ, জুয়েল ফরাজী এবং মোহাম্মদ আলী।
এদের মধ্যে ছয়জন পেশাদার মেরিনার—যাদের জীবনের অধিকাংশ সময় কেটেছে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে লড়াই করে। এবার তাঁরা জয় করেছেন হিমালয়ের তুষার রাজ্য!
🗺️ অভিযাত্রার ধাপে ধাপে যাত্রা
২৬ সেপ্টেম্বর কাঠমান্ডু থেকে যাত্রা শুরু করে ২৭ তারিখে তারা পা রাখেন লুকলায়।
পাহাড়ি আঁকাবাঁকা পথে, নদীর গর্জন আর বরফঢাকা ট্রেইল পেরিয়ে একে একে তাঁরা পৌঁছান ফ্যাকডিং, নামছে বাজার, টেংবুচে, ডিংবুচে ও লবুচে। শেষ দিন ৪ অক্টোবর, প্রতিকূল আবহাওয়ার মধ্যে বরফে মোড়া পথ ধরে তাঁরা পৌঁছে যান গোরাকশেপ হয়ে এভারেস্ট বেইস ক্যাম্পে। সেই মুহূর্তে উড়েছিল বাংলাদেশের পতাকা, আর উচ্চারিত হয়েছিল গর্বিত হৃদয়ের ধ্বনি —“We made it!”
🏕️ প্রতিকূলতার মধ্যেও জয়
অভিযানের শেষ দিনেই তুষারঝড়, বরফধস ও হিম বাতাসে পথ হয়েছিল ভয়ঙ্কর।
তবুও মেরিনারদের দৃঢ়তা থামেনি। তুষারের নিচে ঢাকা ট্রেইলে, বরফে পিচ্ছিল পাথরের উপর দাঁড়িয়ে তাঁরা প্রমাণ করেছেন—
“মেরিনাররা শুধু সমুদ্রেই নয়, পৃথিবীর যেকোনো চূড়ায় নিজেদের ছাপ রাখতে পারে।”
🛩️ নিরাপদ প্রত্যাবর্তন
৪ অক্টোবরের সফল সমাপ্তির পর তুষারঝড়ে আটকা পড়েছিলেন তাঁরা।
পরদিন ৫ অক্টোবর হেলিকপ্টার ও পনি রাইডের সমন্বয়ে তাঁরা নিচে নামেন এবং ৭ অক্টোবর নিরাপদে দেশে ফিরেন। তাঁদের অভিজ্ঞতা, সাহস এবং টিম স্পিরিট আমাদের আগামী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে।

🎖️ BD Mariners-এর শুভেচ্ছা
BD Mariners greater community এর পক্ষ থেকে এই অভিযাত্রী দলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনাদের এই সাফল্য শুধু একটি পাহাড় জয়ের গল্প নয়—এটি মেরিন কমিউনিটির সাহস, ঐক্য ও মানসিক শক্তির এক জীবন্ত প্রতিচ্ছবি।
আপনাদের প্রতি গর্বিত, আপনাদের মতো মেরিনাররাই আমাদের অনুপ্রেরণা।
Bravo Mariners! You conquered not only the seas—but the Himalayas too. 🌊🏔️
📸 Photo: Quest Crew Bangladesh at Everest Base Camp (04 Oct 2025)
📰 সূত্র: খবরের কাগজ প্রতিবেদন, ক্যাপ্টেন সাখাওয়াত কমল (Facebook)

Recent Comments