
শোক সংবাদ – আসিফ মেহমুদের (৫৬ই) অকাল মৃত্যু
গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ মেরিন একাডেমির ৫৬তম ব্যাচের প্রাক্তন ক্যাডেট, আসিফ মেহমুদ সম্পদ ২৫ মে ২০২৫, রবিবার সকাল ৯টার দিকে ঢাকার বনানী কাকলী বাসস্ট্যান্ডের কাছে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন (“Indeed, to Allah we belong, and to Him we shall return.”)
ঘটনাস্থলেই আসিফসহ আরও একজন নিহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি কংক্রিট মিক্সার ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাটি ঘটে। নিহত অপর ব্যক্তি হলেন আশফাকুর রহমান আসিফ, যিনি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে এবং পুলিশ ঘটনার তদন্ত করছে।
আসিফ মেরিন একাডেমিতে অনার্সে অধ্যয়নরত ছিলেন এবং ছিলেন এক অমায়িক, সদা হাস্যোজ্জ্বল ও উদ্যমী তরুণ। তার আকস্মিক প্রয়াণ বন্ধু, সহপাঠী ও সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া ফেলেছে।
বাংলাদেশ মেরিন একাডেমি এলামনাই অ্যাসোসিয়েশন (BMAAA) এই শোকাবহ মুহূর্তে মরহুম আসিফের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
আল্লাহ তাআলা আসিফ মেহমুদকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সইবার শক্তি দান করুন। আমিন।



Courtesy: Bangladesh Marine Academy Alumni Association (BMAAA) & Atique Ua Khan (27N)
Recent Comments