আইমারেস্ট লন্ডনের ‘রিকগনাইজড স্পিকার’ মর্যাদায় ড. সাজিদ
লন্ডনের ইনস্টিটিউট অব মেরিন ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইমারেসট) ‘রিকনাইজড স্পিাকার’ হিসেবে মর্যাদা পেয়েছেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ড. সাজিদ হোসেন।
গত ১৪ ডিসেম্বর আইমারেস্টের সিনিয়ার পলিসি ম্যানেজার ‘মারিয়া কুবুরা’ স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মেরিন একাডেমি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইমারেস্টের যেসব সদস্য উচ্চমানের উপস্থাপনা দক্ষতা এবং কারিগরী বিষয় দর্শক-শ্রোতাদের সামনে সহজভাবে পৌঁছে দেয়ার সামর্থ্য রাখেন, তাদেরকেই দেওয়া হয় এই বিশেষ মর্যাদা। বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ড. সাজিদ হোসেন একজন চার্টার্ড মেরিন ইঞ্জিনিয়ার এবং নৌ-গবেষক। তিনি বাংলাদেশ, যুক্তরাজ্য, সুইডেন, জাপান, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় বিভিন্ন সেমিনারে এ পর্যন্ত ৩০টি গবেষণাপত্র উপস্থাপনা করেছেন। এছাড়াও তিনি আইমারেস্ট লন্ডনের একজন ট্রাস্টি, ফেলো এবং কাউন্সিল মেম্বার।
আইমারেস্ট লন্ডনের রিকগনাইজড স্পিকার নৌপ্রকৌশলী ড. সাজিদ (banglanews24.com)
Recent Comments