ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটির মেম্বার হলেন ড. সাজিদ

ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটির মেম্বার হলেন ড. সাজিদ

Sajid

বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ড. সাজিদ হোসেন সুইডেনের ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটির (ডব্লিউএমইউ) বোর্ড অব গভর্নসের মেম্বার মনোনীত হয়েছেন। সম্প্রতি ডব্লিউএমইউর চ্যান্সেলর হিসেবে আইএমও মহাসচিব কোজি সেকিমিজু ২০১৩ থেকে ২০১৫ সময়ের জন্য ড. সাজিদকে এ দায়িত্ব দেন। বোর্ডে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৩০ জন বিশেষজ্ঞকে মনোনীত করা হয়। সুইডেনের মালমো শহরে অবস্থিত ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) পরিচালনা করে থাকে। এ প্রসঙ্গে ড. সাজিদ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘নতুন দায়িত্বের মাধ্যমে আইএমও এবং সমুদ্রবিশ্বে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় হবে।’

উল্লেখ্য, ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি থেকে এমএসসি সনদ অর্জনকারী ৮০ বাংলাদেশির মধ্যে ড. সাজিদ হোসেন একজন। ১৯৯০ সালে আইএমওর কার্যক্রমকে বিশ্বব্যাপী কার্যকর করার লক্ষ্যে সারাবিশ্বের স্বনামধন্য ১৪টি মেরিন একাডেমিকে ডব্লিউএমইউ শাখা রূপে মর্যাদা প্রদান করা হয়। চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমি এদের মধ্যে অন্যতম।

Share