Home BMCS Magazine Nongor BMCS Magazine “নোঙর 2016” [ নোঙর 2016 ] “ভাল মুভি”, দুই ক্যাডেটের গল্প : খালিদ মাহমুদ (২৯)
BMCS Magazine “নোঙর 2016”

[ নোঙর 2016 ] “ভাল মুভি”, দুই ক্যাডেটের গল্প : খালিদ মাহমুদ (২৯)

চীফ অফিসার দুই ক্যাডেটকে ডেকে বলল “ফা*ন ক্যাডেটস!! আমাকে কিছু ভাল মুভি দিবা আজকে সন্ধ্যার আগে। না হলে খবর আছে। ইজ ইট ওকে?”

ক্যাডেট দুজন মাথা নাড়ার সাথে সাথে “ইয়েস স্যার” বলে চিৎকার করল। (ক্যাডেট রায়ান ইঞ্জিন ক্যাডেট এবং জায়ান ডেক ক্যাডেট। ভবিষ্যতের ইঞ্জিনিয়ার এবং অফিসার হবার স্বপ্নে বিভোর। তারা একই প্রতিষ্ঠান থেকে পাশ করে সি টাইম করার জন্য আগে পরে এই জাহাজে জয়েন করেছে।)
তারা জাহজের এক কোনায় বসে আলাপ করছে চীফ অফিসারকে কি কি মুভি দেয়া যায়।

রায়ান বলল “শোন লেটেস্ট সব ইংলিশ মুভি দিয়া আসি”
ঠিকা আছে বলে সম্মতি জানাল জায়ান।

সন্ধ্যায় জায়ান মুভি গুলো চীফ অফিসারকে দিয়ে আসল। পরের দিন চীফ অফিসার সকালে ঘুম থেকে উঠে দুই জনকে ডেকে ঝাড়ি দিয়ে বলল “এই সব তোমাদের কাছে ভাল মুভি ??? একটাও পুরো দেখতে পারিনি। ভেরি পুওর চয়েস। লিসেন বয়েজ, আজকের মধ্যে যদি ভাল মুভি নাই পাই – ইওর লাইফ উইল বি হেল!! নাউ গেট লস্ট!!”

দুই ক্যাডেট খুব চিন্তায় পড়ে গেল। ভাল মুভি বাছাই করা যে কি পেইনফুল তা হাড়ে হাড়ে টের পাচ্ছে তারা। জায়ান “শোন দোস্ত, স্যার মনে হয় বড় মুভি প্রেমিক। ইন্টেলেকচুয়াল টাইপের মুভি দ্যাখে। অস্কার বিজয়ী মুভি খুঁজে বের করে দিয়ে আসব???”

“ট্রাই করে দেখতে পারিস। সব চেয়ে ভাল হয় তুই একবার ডিটেইলস জিজ্ঞাসা কর। হিন্দি, বাংলা, তামিল ঠিক কোন ধরনের মুভি সে দ্যাখে”। -রায়ান

ডিউটি শেষ করে ক্যাডেটদ্বয় বিশাল সিডির আড়ত (অফিসার্স স্মোক রুম) থেকে খুঁজে খুঁজে এওয়ার্ড উইনার ছবি খুঁজে বের করল।

জায়ান “দোস্ত তুই তো অন্য ডিপার্টমেন্টের। আজকে তুই মুভি গুলো দিয়া আস আর জিজ্ঞাসা করিস আসলে কোন ধরনের মুভি স্যার লাইক করে।

রায়ান একটু বিরক্ত হল কিন্তু দোস্তের কথায় যুক্তি আছে। সে চিল্লা পাল্লা করলেও তাকে পানিশমেন্ট দিতে পারবে না। বড় জোর ফার্স্ট ইঞ্জিনিয়ারকে কমপ্লেইন করবে। আর ফাস্ট ইঞ্জিনিয়ার এসবের ধার ধারে না। ওয়াইফ নিয়ে সেইল করছে । ডিউটি শেষে কেবিনে যাওয়ার তাগিদে থাকে।

ডিনার করে চীফ অফিসারের রুমে গেল সে।
“স্যার আসব”
“ইয়েস কাম ইন”
“স্যার কিছু মুভি নিয়ে এসেছি। জানিনা ভাল লাগবে কিনা। খুব ভাল হয় আপনার পছন্দ একটু ডিটেইলস বললে”
“ডিটেইলস কি বলব। ইউ নো গুড মুভি। এনি থিং। এন্টারটেইনিং, আন কমন। দেখে সময় পাস করা যায়”
“না মানে বাংলা, ইংরেজি, হিন্দি। আজকাল অনেকে তামিল মুভিও দেখে স্যার”
“আই ডোন্ট মাইন্ড বাংলা তামিল হোয়াটএভার। এনি গুড মুভি। মুভি গুলো টেবিলের উপর রেখে হাওয়া হয়ে যাও”।

পরের দিন সকালে ব্রেক ফাস্টের টেবিলে জায়ানকে দেখা গেল না। বোসানের কাছে থেকে রায়ান জানতে পারল খুব ভোর থেকে তার দোস্তের ডিউটি চলছে। নরমালি এমন হবার কথা না। কোন কারনে চীফ অফিসার তার উপর খেপেছে তাই পানিশমেন্ট চলছে।

তিন চারদিন পর দুই দোস্তের আলাপ চলছে।
“কিরে দোস্ত চীফ অফিসার তোর উপর খ্যাপল কেন?”
“আরে বলিস না। অনেক প্যাড়ার উপর আছি। সারা দিন দৌড়ের উপর রাখে। মনে হয়ে মাথায় একটা বাড়ি দিয়ে দেই”
“আরে ক্ষ্যাপিস না। দুই চারদিন পর ঠিক হয়ে যাবে। কোন কারনে মেজাজ খারাপ তাই তোর উপর ঝাড়ছে। ইদানিং আমাকেও সহ্য করতে পারে না। দেখলেও ঘেউ ঘেউ করে। দেখিস না এখন আর মুভিও দেখে না। আগে সব সময় ভাল মুভি চাইত। এখন আর চায় না।”

সন্ধ্যার সময় ডেক ক্যাডেটকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর তাকে এক ক্রুর রুমে পাওয়া গেল।

রায়ান “কিরে? তুই এখানে কি করিস। আমি সারা জাহাজ খুঁজে মরছি”
জায়ান খিল খিল করে হাসছে। “দোস্ত মেজাজ অনেক খারাপ। একটা আকাম করে আসছি। আজকে সকাল স্যার বলে আমরা নাকি কোন কামের না। কিছু ভাল মুভি চাইছে দিতে পারি নাই। ওনার ক্যাডেট লাইফে উনি নাকি সবাইকে ভাল মুভি সাপ্লাই দিতেন। আজকে কিছু ‘স্পেশাল এ্যকশন’ সিডি দিয়া আসছি। ব্যাটার আচ্ছা শিক্ষা হবে। জীবনে আর ক্যাডেটদের কাছে ভাল মুভি চাইবে না। যে কোন সময় ডাকতে পারে। তাই এখানে লুকিয়া আছি। তুই একটু খোঁজ খবর নে। বেশি বিপদ দেখলে জানাস। তবে যাই হোক অনেক শান্তি পাচ্ছি। অনেক দিন ধরে জ্বালাতন করছে”

চীফ অফিসারের ডাকের অপেক্ষা করতে করতে জায়ান ঘুমিয়ে গেল। ভোরেও চীফ অফিসারের ডাক এল না। নরমাল কল পেয়ে একটু অবাক হল সে। কাজের সময় চীফ অফিসারকে দেখা গেল খুব শান্ত মেজাজে। আজকে তেমন চিল্লাফেল্লা করছে না। সারাদিন ভয়ে ভয়ে কাটল। কোন দুর্ঘটনা ঘটল না। রায়ান সময় পেলেই আপডেট জানছে। কিছু হচ্ছে না দেখে সেও চিন্তিত। কোন বড় ধরনের এ্যকশন হবে কিনা ভাবছে।

রাতে দুই ক্যাডেট এর ডাক পড়ল। দুই জন আগে থেকেই প্লান করে রেখেছে কি কি বলবে। তারা আগে মুভি গুলো দেখে নাই, সিডির উপর কিছু লেখা ছিল না দেখে বুঝতে পারে নাই, নেক্সট টাইম নিজেরা কোন মুভি না দেখে তাকে দিবে না ইত্যাদি।

চীফ অফিসার “দেখেছ পানিশমেন্টের নাম বাবাজী। এখন ঠিকই ভাল মুভি পেয়েছ। আগেই দিয়ে দিলে কি আমি এরকম করতাম। আরো ভাল মুভি পেলে আমাকে দিয়ে যাবে। আবার যেন বলতে না হয়”।

দুই মাস পরের ঘটনা। স্থান কাপ্তান সাহেবের কেবিন। দুই ক্যাডেটের বিচার চলছে। বিচার করবেন কাপ্তান সাহেব। বিবাদি ফাস্ট ইঞ্জিনিয়ার। আর উপস্থিত আছেন চীফ ইঞ্জিনিয়ার সাহেব এবং চীফ অফিসার সাহেব। মামলার বিবরণ “ফাস্ট ইঞ্জিনিয়ার ক্যাডেটদের কাছে কিছু ভাল মুভি দিতে বলেছিল। তারা দাঁত কেলিয়ে বেশ কিছু ‘স্পেশাল এ্যকশন’ সিডি দিয়ে এসেছে। ভাগ্যিস স্ত্রীকে নিয়ে দেখার আগে সে নিজে চেক করছিল। তা না হলে বউয়ের সামনে প্রেস্টিজ পাংচার হয়ে যেত”

কাপ্তান সাহেব “ঘটনা কি সত্য!!”
ক্যাডেটদের কোন জবাব নেই।
“তোমারা কি ইচ্ছা করে এসব করছে”
“না স্যার”
“তাহলে এইসব মুভি কেন দিয়েছে?”
“জী মানে স্যার। স্যার কিছু ভাল মুভি চাইছিল।”
“হোয়াট! চীফ ইঞ্জিনিয়ার সাহেব শুনছেন বেয়াদব দুইটা বলে কি? ভাল মুভি চাইছে আর উনারা ‘স্পেশাল এ্যকশন’ মুভি দিয়ে আসছে। উনাদের কাছে ভাল মুভি মানে ঐসব মুভি। আমাদের ক্যাডেট লাইফে আমরা জীবনেও এমন মুভি দেখি নাই। আর এরকম বেয়াদবি করার সাহসও পাই না। কত্ত বড় সাহস । দুইটাকে আজকেই জাহাজ থেকে নামিয়ে দিব। এই বেয়াদব! লুক এট মি। ভাল ছবি মানে এইসব, কে শিখিয়েছে তোমাদের?”

দুই ক্যাডেট করুন চোখে চীফ অফিসারের দিকে তাকিয়ে আছে।

একটু কাশি দিয়ে চীফ অফিসার বলল “স্যার আমি আগে থেকেই জানতাম এই দুইটা বজ্জাতের হাড্ডি। নিজেরা সারাক্ষন এইসব মুভি দেখে তাই ভাবছে সবাই বুঝি তাদের মত বদ। ডোন্ট অরি স্যার এই দুইটা কে আমার হাতে ছেড়ে দেন। দেখেন এক সপ্তাহের মধ্যে মানুষ বানিয়ে দিব।”

বিচারের রায় – চীফ অফিসার দুই ক্যাডেটকে “মানুষ” না হওয়া পর্যন্ত টেক কেয়ার করবে। টাইম টু টাইম কাপ্তান সাহেবকে প্রগ্রেস রিপোর্ট দিবে।

দুই সপ্তাহ পর। রায়ান/জায়ান ভয়াবহ চিন্তায় নিমগ্ন! একটু আগে স্টুয়ার্ড জানিয়ে গেছেন “কাপ্তান সাহেব কিছু ভাল মুভি দিতে বলেছে।”
————————

Khalid_29
খালিদ মাহমুদ (২৯): জাহাজে চাকরীর পাশাপাশি বিভিন্ন ব্লগে লেখালেখি করেন।

COMPILED BY
A.K.M Jamal Uddin

28th Batch, Marine Academy Bangladesh.

2 Comments

Leave a Reply to Khalid Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Recent Posts

[Not a valid template]

Related Articles

BMCS Presents Magazine “নোঙর 2016”

As their continuous effort to share mariners great innovative ideas, experiences and...

[নোঙর 2016] Message From the President

MESSAGE Rafiqul Quader (11), President, Bangladesh Marine Community, Singapore.   It is...

[নোঙর 2016] Message from the High Commissioner

HIGH COMMISSION FOR THE PEOPLE’S REPUBLIC OF BANGLADESH 91 Bencoolen Street, #06-01...