Home News বাংলাদেশি পতাকাবাহী দুটি জাহাজ আটকে, খাদ্য ও পানি সংকটে নাবিকরা
News

বাংলাদেশি পতাকাবাহী দুটি জাহাজ আটকে, খাদ্য ও পানি সংকটে নাবিকরা

News Source: The Business Standard & DHAKA INFO.

বাংলাদেশি পতাকাবাহী দুটি জাহাজ আটকে, খাদ্য ও পানি সংকটে নাবিকরা

পৃথিবীর দুই প্রান্তে প্রায় দুই মাস ধরে আটকে রয়েছে বাংলাদেশি পতাকাবাহী দুটি সমুদ্রগামী জাহাজ, যার ফলে তীব্র খাদ্য ও পানি সংকটে মানবেতর জীবনযাপন করছেন ৫০ জন বাংলাদেশি নাবিক।
জাহাজ দুটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের মালিকানাধীন। বাংলাদেশের ১০৩টি সমুদ্রগামী জাহাজের মধ্যে ২৫টি এই গ্রুপের অধীনে পরিচালিত।

বাল্টিক সাগরে মেঘনা প্রিন্সেসের দুর্ঘটনা

বাল্টিক সাগরে রাশিয়ার উসলুগা বন্দরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে গত ২৯ ডিসেম্বর থেকে আটকে আছে ‘মেঘনা প্রিন্সেস‘ নামের জাহাজটি। জিপিএস জ্যামারের কারণে পথ হারিয়ে সমুদ্রতলের পাথরের সঙ্গে ধাক্কা লাগলে জাহাজের তলায় ফাটল ধরে এবং ট্যাংকে পানি প্রবেশ করে। এছাড়া, প্রপেলার ক্ষতিগ্রস্ত হওয়ায় জাহাজটি সচল হতে পারছে না।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী জানিয়েছেন, দুর্ঘটনার পর এক সপ্তাহ পর্যন্ত রুশ বন্দর কর্তৃপক্ষ কোনো সহায়তা প্রদান করেনি। ফলে নাবিকরা তীব্র খাদ্য ও পানি সংকটে পড়েন। নাবিকদের মানসিক ও শারীরিক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।

অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর একটি রুশ স্যালভেজ কোম্পানি জাহাজটি উদ্ধারের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। শিগগিরই মেরামতের কাজ শুরু হতে পারে। তবে, বিশেষজ্ঞদের মতে, জাহাজটি পুরোপুরি সচল হতে অন্তত তিন মাস সময় লাগতে পারে।

ভেনিজুয়েলায় আইনি জটিলতায় মেঘনা প্রেস্টিজ

অপরদিকে, ‘মেঘনা প্রেস্টিজ‘ নামের বাল্ক ক্যারিয়ার জাহাজটি গত ২৯ জানুয়ারি থেকে ভেনিজুয়েলার পুয়ের্তো ওরদাজ বন্দরে আইনি জটিলতায় আটকে রয়েছে। কার্গো লোডিং শেষে আন্ডারওয়াটার ইন্সপেকশনের সময় প্রপেলারের আঘাতে একজন ডুবুরি মারা গেলে, স্থানীয় পুলিশ জাহাজটির ক্যাপ্টেনকে আটক করে। আদালত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়।

জাহাজটিতে বর্তমানে ১০-১৫ দিনের খাদ্য মজুত থাকলেও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। মালিকপক্ষ আইনি সহায়তার জন্য আইনজীবী নিয়োগ দিয়েছে এবং আন্তর্জাতিক সংস্থা আইএমওর সহায়তা চাওয়া হয়েছে।

সরকারের পদক্ষেপ ও কূটনৈতিক প্রচেষ্টা

বাংলাদেশ নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম জানিয়েছেন, সরকার উভয় জাহাজের নাবিকদের ফিরিয়ে আনতে যথাযথ ব্যবস্থা নিচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ভেনিজুয়েলার সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং রাশিয়ায় আটকে থাকা জাহাজ উদ্ধারের জন্য একটি প্রতিষ্ঠান ইতোমধ্যে কাজ শুরু করেছে।

মেঘনা গ্রুপের শিপিং বিভাগের শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, তারা জাহাজ দুটির উদ্ধার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আইনি জটিলতায় আটকে থাকা মেঘনা প্রেস্টিজের মুক্তি পেতে ছয় থেকে আট মাস সময় লাগতে পারে।

বাংলাদেশি নাবিকদের দুর্দশা ও ভবিষ্যৎ করণীয়

দীর্ঘদিন ধরে আটকে থাকা নাবিকদের জীবনমান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত সংকট সমাধানের প্রয়োজনীয়তা রয়েছে। এ বিষয়ে সরকারের আরও সক্রিয় ভূমিকা নেওয়া জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।


Links:
বিদেশের বন্দরে দুই মাস ধরে আটকা দুই বাংলাদেশি জাহাজ, খাদ্য-পানি সংকটে ৫০ নাবিক | The Business Standard
বিদেশের বন্দরে দুই মাস ধরে আটকা দুই বাংলাদেশি জাহাজ, খাদ্য-পানি সংকটে ৫০ নাবিক – ঢাকা ইনফো

COMPILED BY
A.K.M Jamal Uddin

28th Batch, Marine Academy Bangladesh.

Categories

Recent Posts

[Not a valid template]

Related Articles

BMMOA Leads a Major Breakthrough in Expanding Employment Opportunities for Bangladeshi Seafarers

The Bangladesh Merchant Marine Officers’ Association (BMMOA) has taken a bold and...

কৃষ্ণসাগরে ড্রোন হামলা: MT Kairos জাহাজের বাংলাদেশি নাবিকদের অলৌকিকভাবে বেঁচে ফেরা

কৃষ্ণসাগরে ইউক্রেনের নৌবাহিনীর ড্রোন হামলার শিকার জ্বালানি তেলবাহী ট্যাংকার MT Kairos এ...

মেরিনারদের জয় হিমালয়ে: এভারেস্ট বেইস ক্যাম্পে বাংলাদেশের আট সাহসী মেরিনার

সমুদ্র থেকে পাহাড়—যেখানে সাহস, ঐক্য আর অধ্যবসায় মিলে যায় এক বিন্দুতে! আমাদের...

‘Technological Brilliance of Marine Engineering’ – Book by Sajid Hussain (15E)

Technological Brilliance of Marine Engineering – A global voyage into the future...