(এক্স ক্যাডেট, International Maritime Academy – ১ম ব্যাচ | এক্স ক্যাডেট, মির্জাপুর ক্যাডেট কলেজ | সেকেন্ড অফিসার, MOL Chemical Tanker)
অত্যন্ত দুঃখ ও গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, মো: শফিকুজ্জামান স্টালিন, ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি (IMA)–এর ১ম ব্যাচের এক্স ক্যাডেট এবং মির্জাপুর ক্যাডেট কলেজের সাবেক ছাত্র, একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন”। (নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী।)
রোববার ভোররাতে (১৮ জানুয়ারি) জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ডেফলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্যক্তিগত গাড়িতে করে যাত্রাকালে এক পথচারীকে বাঁচাতে গিয়ে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, দুর্ঘটনায় সংশ্লিষ্ট পথচারী জীবিত রয়েছেন।

মরহুম স্টালিন ইউরোপভিত্তিক একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং সর্বশেষ জাপানের MOL Chemical Tanker–এ সেকেন্ড অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ, সততা ও মানবিক মূল্যবোধের জন্য তিনি সহকর্মী ও সিনিয়রদের কাছে অত্যন্ত প্রশংসিত ছিলেন। তার আকস্মিক মৃত্যু বাংলাদেশি মেরিন কমিউনিটির জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি জামালপুর শহরের বনপাড়ার মরহুম আক্তারুজ্জামানের সন্তান। স্ত্রী, একমাত্র সন্তান, মা, ভাই ও বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন এবং তার পরিবারবর্গকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।
International Maritime Academy Alumni Association (IMAAA)
IMAAA–এর পক্ষ থেকে মরহুম মো: শফিকুজ্জামান স্টালিনের আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে। একজন প্রাক্তন ক্যাডেট হিসেবে তিনি IMA পরিবারের জন্য গর্বের অংশ ছিলেন। তার অকাল প্রয়াণ IMAAA পরিবারের জন্য গভীর বেদনার।
Bangladesh Merchant Marine Officers’ Association (BMMOA)
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন (BMMOA)–এর সম্মানিত তরুণ সদস্য মো: শফিকুজ্জামান স্টালিনের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। BMMOA–এর সকল সদস্যবৃন্দ এবং দেশি ও বিদেশি জাহাজে কর্মরত বাংলাদেশি মার্চেন্ট মেরিন অফিসারদের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক শোক ও সমবেদনা জানাচ্ছি।
Khalid Mahmud (29E) এর ফেসবুকের পাতা থেকে:
আমার লাস্ট জাহাজে আমি একমাত্র বাংলাদেশি ছিলাম। তবে প্রথম দুই সপ্তাহ আমার সঙ্গে একজন ডেক অফিসার ছিল স্ট্যালিন জামান Stalin Xaman —সেও বাংলাদেশের। খুব স্বাভাবিকভাবেই অল্প সময়েই আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল।
একদিন জাহাজের ক্যাপ্টেন (ভিন্ন দেশের) হাসতে হাসতে আমাকে বলেছিলেন,
“এমন ভালো অফিসার আমি জীবনে পাইনি। ছেলেটা ভূতের মতো কাজ করে। কোনো কাজ কোনোদিন পেন্ডিং রাখে না। বিজি শর্ট রুটের জাহাজেও সবকিছু আপডেট রাখে। যেকোনো ইন্সপেকশনে সে ছিল অপরিহার্য।”
গতকাল রাতে জামালপুরের নিজ বাসা থেকে মেলান্দহে গ্রামের বাড়িতে সেল্ফ ড্রাইভে যাওয়ার সময়, আনুমানিক রাত ১২টা ৪৫ মিনিটে—হঠাৎ এক পথচারী রাস্তা পার হতে গেলে তাকে বাঁচাতে গিয়ে ব্রেক ফেল করে গাড়িটি গাছের সঙ্গে তীব্রভাবে সংঘর্ষ হয়। মাথায় গুরুতর আঘাত পেয়ে সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ সারাদিন খবরটা শুনে বিশ্বাস করতে পারছিলাম না। জাহাজ থেকে নামার আগে প্রতিদিন ডিউটি শেষে কিছু না কিছু রান্না করে আমাকে ডাকতো। বলতো,
“স্যার, আমি চলে গেলে আপনি একা হয়ে যাবেন। তখন দেশি খাবার পাবেন না।”
তার এই অকাল মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারছি না। মাত্র দুই সপ্তাহ আগেও কথা হয়েছিল।
মহান আল্লাহ তার স্ত্রী, একমাত্র সন্তান আযান, মা, ছোট বোন ও ছোট ভাইকে এই তীব্র শোক সহ্য করার শক্তি দিন। তাকে ক্ষমা করুন, তার কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন 🤲
মৃত্যু—কি অসম্ভব এক সত্য! দেশ হারালো অসম্ভব একজন মেধাবী,অমায়িক এবং উদীয়মান তরুণ অফিসার।



Leave a comment