Home News লাইটহাউজ কবিতাগুচ্ছ: দেওয়ান নেকার আহমেদ (20N)
News

লাইটহাউজ কবিতাগুচ্ছ: দেওয়ান নেকার আহমেদ (20N)

With great pleasure we are announcing that first book on poetry by Capt. Dewan Nekar Ahmed (20N) was published on 2nd October 2021 from Baundule Publication.
A big congratulation to the writer and wishing his success & great future ahead.

লাইটহাউজ কবিতাগুচ্ছ: দেওয়ান নেকার আহমেদ [Lighthouse Kobitagusscho: Dewan Nekar Ahmed]

The book can be purchased via online: https://www.rokomari.com/book/220103/lighthouse-kobitagusscho

লাইহাউজ কবিতাগুচ্ছের কবিতা:

মানুষই সবচেয়ে সুন্দর
বৃহত শহর আকাশছোঁয়া অট্টালিকা, দালান,
পারেনি দিতে অবিরল ভাললাগার চালান।
বিশ্বাদ হয়ে আসে চোখের দৃষ্টি,
ভাললাগে না কিছুই কৃত্রিম সৃষ্টি ।
মানুষের সৌন্দর্য হয় না মলিন,
ভালবাসার খেলা হয় না খলন।

ফুলের বাগানে মানুষ তুমি অতিথি,
মুখরিত হয় চারদিক তোমার সরব উপস্থিতি,
প্রজাপতি রংধনুর রঙিন পাখা মেলে,
রঙিন করে তোমায় নানান খেলা খেলে,
ভোঁমর কানে কানে গান গেয়ে যায়,
চুপিসারে অভিসারে তোমাকে শুনাতে চায়,
আকাশে ধ্রবতারা নির্লজ্জ উঁকি দিয়ে,
রাতের অন্ধকারে দেখে তোমাকেই নিয়ে।
আকাশ বাতাস ধন্য হয় তোমার আগমনে,
সৃষ্টির তাগিদ ঘুরছে ঘুর্নিপাকে তোমার প্রয়োজনে;
জ্যোস্নাপ্লুত রাত হার মানে তোমার কাছে,
বসন্তের সমীরন স্থবির হয়ে যায় পাছে,
উড়ন্ত মাছ তোমাকে দেখার তরে,
পানির উপরে উঠে আবার পানিতে পড়ে;
বনের গাছেরা কানে কানে কথা বলে একাকার হয়ে একে অপরে তলেতলে। হাজারো পাখি কিচিরমিচির কোলাহল, করে তোমার দাসত্ব,
জানান দেয় তোমার সরব উপস্হিতির শ্রেষ্টত্ব।

হে মানুষ -এতই আয়োজন,
এত কিছুই সৃষ্টি তোমারই সৃষ্টিতে,
বিধাতার মানুষেরে ভালবাসার আকৃষ্ট কৃষ্টিতে ।
তোমারেই করেছে ঢালাই সুন্দর ছাঁচে,
দিয়ে সকল সৌন্দর্যের অনলের আঁচে।

মানুষই সর্বাধিক সুন্দর সৌন্দর্যের রাজ্যে,
কি আছে ভাই তার চেয়ে সুন্দর সৃষ্টির সাম্রাজ্যে।

—————————–

শেষ নেই,শেষ নেই, শেষ নেই,
মানুষের চাওয়া পাওয়ার, শেষ নেই। 
স্বর্ন পেলেও এক পাহাড়,
চাই আরেক পাহাড়।  
অতৃপ্ত আত্না বিধাতার গড়া,
যেমনটি নীল আকাশ শূন্যতায় ভরা।

আত্নার নেই  শেষ চাওয়া তার,
ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি বেশী যার। 
নিশ্চিত মৃত্য জেনেও মানুষ বাঁচতে চায়,
আশা যেন জ্বলে অন্ধকারে  সিগারেটের মৃদু আগুনের ন্যায়।
অসীম নীল আকাশ , সাত সমুদ্র ,  নির্ভেজাল প্রকৃতি ছায়া সুনিবীড়,
আত্না নাহি ভরে, থাকে অতৃপ্তির ভীড়।

আকাশ রংধনুর কাছে চায় সাত রং,
করিতে রঙিন ঢ়ং।
প্রজাপতি মিলায়ে পাখা নানা রঙের,
অহংকারে  হয় উতলিত দেখায়  কত  খেলা ঢংয়ের।
অতৃপ্ত আত্না যেন না ভরে,
তাই ভরতে চায় পাখা তার ফুলে ফুলে ঘুরে।

গোধূলি বেলায় খেলা শেষে না ভরে মন,
তাই চেয়ে থাকি আগামী দিনের নতুন খেলার আশায় সন্ধিক্ষণ। 

বসন্তে ফুলে ফুলে প্রকৃতি
তবুও না ভরে মন,
এত পেয়েও তাই রুদ্ররোশানলে আনে
কাল- বৈশাখী রুদ্র তাপ সারাক্ষণ।

অতৃপ্ত আত্নার  ন্যায় প্রকৃতির চাওয়া পাওয়ার  শেষ নাই ভাই। 
রঙিন প্রকৃতিও রঙিন আশায় ময়ুর পাখীর ন্যায় রং ধরে তাই।

————————————–


Captain Dewan Nekar Ahmed (20N), nekar811@gmail.com

COMPILED BY
A.K.M Jamal Uddin

28th Batch, Marine Academy Bangladesh.

Categories

Recent Posts

[Not a valid template]

Related Articles

BMMOA Leads a Major Breakthrough in Expanding Employment Opportunities for Bangladeshi Seafarers

The Bangladesh Merchant Marine Officers’ Association (BMMOA) has taken a bold and...

কৃষ্ণসাগরে ড্রোন হামলা: MT Kairos জাহাজের বাংলাদেশি নাবিকদের অলৌকিকভাবে বেঁচে ফেরা

কৃষ্ণসাগরে ইউক্রেনের নৌবাহিনীর ড্রোন হামলার শিকার জ্বালানি তেলবাহী ট্যাংকার MT Kairos এ...

মেরিনারদের জয় হিমালয়ে: এভারেস্ট বেইস ক্যাম্পে বাংলাদেশের আট সাহসী মেরিনার

সমুদ্র থেকে পাহাড়—যেখানে সাহস, ঐক্য আর অধ্যবসায় মিলে যায় এক বিন্দুতে! আমাদের...

‘Technological Brilliance of Marine Engineering’ – Book by Sajid Hussain (15E)

Technological Brilliance of Marine Engineering – A global voyage into the future...