Home BMCS Magazine Nongor BMCS Magazine “নোঙর 2016” [নোঙর 2016] নোনতা কফি !!! : ইমরোজ আহমেদ (২৭)
BMCS Magazine “নোঙর 2016”

[নোঙর 2016] নোনতা কফি !!! : ইমরোজ আহমেদ (২৭)

( পরিমার্জিত আকারে কাঁচা হাতের একটি অনুবাদ গল্প )

এক সেমিনারে ছেলেটির সাথে মেয়েটির দেখা। অসম্ভব এক রূপবতী মেয়ে। ছেলেটি কিছুতেই চোখ ফেরাতে পারছিল না। সেমিনারের সকল সুপুরুষদের মেয়েটির দৃষ্টি আকর্ষণের আপ্রান চেষ্টা। গোবেচারা ছেলেটি এতই সাধারণ, যাকে কোনভাবেই চোখে পড়ে না; অসম্ভব লাজুক। ছেলেটি এই রূপবতী মেয়েটির সৌন্দর্যে বিমোহিত হয়ে, তাকে সেমিনার শেষে কফি খাওয়ার আমন্ত্রণ জানাল। মেয়েটি ছেলেটির সাহস দেখে একটু অবাকই হল। অনিচ্ছাসত্ত্বেও, এই বিনয়ী লাজুক ছেলেটিকে ‘না’ বলতে কেমন যেন একটা মায়া হল। সেমিনার শেষে তারা পাশের এক ছিমছাম কফি শপে ঢুকল। ছেলেটি অসম্ভব নার্ভাস। কি দিয়ে কথা শুরু করবে, তাই সে বুঝতে পারছিল না। সুনসান এক অস্বাভাবিক নিরবতা। মেয়েটি নিজের উপর একটু বিরক্তই হল, কি দরকার ছিল রাজী হওয়ার!!!!! হঠাৎ নিরবতা ভেঙ্গে ছেলেটি ওয়েটার এর উদ্দেশ্যে বলে উঠল “আমাকে একটু লবণ দিবেন? কফিতে দেব!!! ”
আশেপাশের সবাই ভ্রু কুঁচকে তার দিকে তাকাল! ছেলেটি লজ্জায় আরও লাল হল। কিন্তু সে স্বাভাবিক একটা ভাব করে কফিতে লবন ঢালল। নোনতা কফি পান করল।

মেয়েটি কৌতূহল চাপতে না পেরে ছেলেটিকে এই সল্টি কফি খাওয়ার কারন জিজ্জেস করল!!!
ছেলেটি আবেগময় কণ্ঠে বলল “আমার জন্ম সাগর তীরবর্তী এক গ্রামে, সমুদ্র সৈকতের নোনতা বাতাসে আমার বড় হয়ে উঠা। সেখানেই আমার মা বাবা বাস করেন। আমার জীবনের মধুময় স্মৃতিগুলো নোনতা পানিতে প্রবল ভাবে সিক্ত। তাই নোনতা কফির স্বাদ, আমাকে শৈশবে ফিরিয়ে আনে, নিয়ে যায় আমার মা/বাবার খুব কাছাকাছি।”

মেয়েটি ছেলেটির এই সরল ব্যাখ্যায় বিমোহিত হল। তাদের মধ্যে এতক্ষণকার জড়তা যেন নিমিষেই কেটে গেল। তারা তাদের শৈশব, পরিবার, ভাল লাগা/ না লাগা বিভিন্ন বিষয়ে মন খুলে কথা বলতে লাগল। নোনতা কফির সূত্র ধরে শুরু হওয়া দীর্ঘ আলাপচারিতায় মেয়েটির ছেলেটিকে অসম্ভব ভাল লেগে গেল।

তারপরের ঘটনা আর দশটা চিরাচরিত সফল প্রেমের গল্পের মতই রোমান্টিকতায় টুইটম্বুর। মেয়েটির সাথে ছেলেটির একসময় বিয়ে হল। তাদের দাম্পত্য জীবন হল ভালোবাসা, আর পারস্পরিক সমঝোতার এক রূপকথা। বিয়ের ৪০ বছর পর দুরারোগ্য ব্যাধিতে ছেলেটির মৃত্যু হল। মৃত্যুর কিছুদিন পর ছেলেটির হাতের লেখা একটা চিঠি মেয়েটির কাছে পৌঁছাল।

“প্রিয়তমা,
তোমার হাতে যখন এই চিঠি পৌঁছবে, তখন আমি অন্য এক পৃথিবীতে, না ফেরাদের জগতে। একটা প্রচণ্ড অপরাধবোধ থেকে আমার এই চিঠিটি লেখা। আমি তোমাকে সারাজীবন একটা মিথ্যা কথা বলে এসেছি।

মনে আছে , তোমার সাথে আমার প্রথম দিনের কফি শপের কথা; আমি প্রচণ্ড নার্ভাস। মুখ ফসকে চিনি চাইতে গিয়ে লবন চেয়ে বসলাম। সবাই আমার দিকে অদ্ভুত চাহনিতে তাকিয়ে রইল। তুমি আমাকে ঊলাউঠা ভেবে যদি চলে যাও, এই ভয়ে আমি নোনতা স্বাদের শৈশবের গল্প সাজিয়ে নোনতা কফি পান করলাম। বিয়ের পর তোমাকে এই সত্য কথাটি বলতে সাহস হয়নি, পাছে এই মিথ্যে বলার জন্য তুমি যদি আমাকে ভুল বোঝ? আর যদি আগের মত ভাল না বাস! আমি আসলে নোনতা কফির স্বাদ কখনই পছন্দ করিনি!

জীবনের এই সায়াহ্নে একটা কথা তোমাকে বলতে ইচ্ছে হচ্ছে, যদি দ্বিতীয় কোন জীবন থাকে!!! তবে বিধাতার কাছে তোমাকে আবার চাইব! সেই জীবনেও তোমাকে পাওয়ার জন্য আমি খুশী মনে আবার নোনতা কফি খেয়ে যাব।”

স্বামীর চিঠি পড়ে মেয়েটির চোখে জল এসে গেল। ৪০ বছর ধরে সে তার স্বামীকে বিকট স্বাদের নোনতা কফি খাইয়েছে। সে শূন্য দৃষ্টি মেলে অনেকক্ষণ ধরে কাঁদল।

তারপর অনেক অনেকদিন কেটে গেছে।
মেয়েটি আর কখনই কফিতে চিনি নেয়নি!!!!

নোনতা কফির স্বাদের কথা কেউ তাকে জিজ্জেস করলে , অশ্রুসিক্ত চোখে স্মিত হেসে মেয়েটি বলত

“সুইট; ভেরি সুইট!!!!! ”

The greatest distance in this World is not that between living and death, it is when I am just before you and you fail to notice! It is not death that we wish to avoid, but life that we wish to live.

—————————-
Imroj_27

Master Mariner (MCA, UK), Working at Wallem Ship Management LTD, Hongkong, Marine Academy , 27th Batch, Bsc. Nautical ( Chittagong University)
Part Time Job: Industrial Fire Trainer & Auditor  of  Capella Consulting Services, working on behalf of Bureau Veritas, Bangladesh. Visiting Lecturer of BMTI, Dhaka
Residence: Uttara, Dhaka.

Save

COMPILED BY
A.K.M Jamal Uddin

28th Batch, Marine Academy Bangladesh.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Recent Posts

[Not a valid template]

Related Articles

BMCS Presents Magazine “নোঙর 2016”

As their continuous effort to share mariners great innovative ideas, experiences and...

[নোঙর 2016] Message From the President

MESSAGE Rafiqul Quader (11), President, Bangladesh Marine Community, Singapore.   It is...

[নোঙর 2016] Message from the High Commissioner

HIGH COMMISSION FOR THE PEOPLE’S REPUBLIC OF BANGLADESH 91 Bencoolen Street, #06-01...