[SMC Magazine ‘নোঙর’] কবিতা: নাবিক – নাসরীন তাহের
কৈশোর থেকে যৌবনে পা বাড়িয়ে দেখি,
কখন আমি হঠাৎ যেন বড় হয়ে গেছি।
একাডেমির ঐ ব্লক আর ইউনিফর্মের মাঝে
নাবিক হবার স্বপ্ন আমার জীবনকে যে সাজে।
একাডেমির ১৮ মাসের বিচিত্র অভিজ্ঞতা,
পড়াশোনা, শাস্তি পাওয়া, আরও কত কথা,
রাডার, কম্পাস, আড়িয়া, হাফিজ, নতুন শব্দর ভীড়ে
শিখতে শিখতে সময় কখন সমুদ্র মাঝেই ভেড়ে।
গ্যাংওয়ে দিয়ে হাঁটি হাঁটি পায়ে উঠেছি জাহাজে,
স্বপ্ন আমার সত্যি হবে আনন্দে মন নাচে।
সমুদ্রের সম্রাট আমি যাত্রা আমার গভীরে,
কখন নোঙর উঠবে সময় যায় না যেন গুনে!
বহুরূপী ঐ সাগরের মুখ
দেখা যে ছিল বাকি —
উথাল-পাতাল ঢেউয়ের মাঝে
জীবনই যায় বুঝি!
একাকীত্বের জীবন মাঝে এল
সঙ্গিনী আর মেহমান।
সুখ-হুঃখের তালিকার ছকে
বাঁধা হল জীবন।
কিন্তু সে তো ক্ষনিকের হিসাব,
স্বপ্নের মাঝে বিচরণ,
স্বপ্ন ভেঙ্গে দেখি সমুদ্র
ডাকছে আমাকে অবিরাম।
আকয়া হয়ে যাই আবার আমি,
দূরে চলে যায় আপন সবাই,
না বলা এক কষ্টের ব্যথা,
হারায় মনের কোন কোণায়।
বছরে বছরে একবার দেখি
সংসারেরই মুখ,
নিজের সংসারে অতিথী আমি
ফেটে যায় যে বুক!
সাগর মাঝে ঘর মনে পোঁরে
ঘরে থাকলে সাগর —
কি করে পাই একসাথে দুই-ই
সাগর ও আমার ঘর?
সিঙ্গাপুর এই ছোট্ট দ্বীপে
আসেছি আমি আজ,
আপন আমার সংসার নিয়ে
মন দিয়ে করি কাজ।
একাকী আজ লাগে না সে আর
শহরেই কাজ আমার —
জাহাজ, সংসার দুই-ই কাছে আছে
মুছে গেছে হাহাকার।
PDF Version [Published at SMC Magazine “নোঙর” May 2014]
————————
[As a casual author, Nasreen Taher’s writing focuses on observation of life and current affairs. Concentrating on tuning her observation into poetry, she has authored two poetry books in Bangla, and a number of articles which have been published in the popular English Dailies of Bangladesh. She hold an M. Phil degree in English Literature from University of Dhaka. A mother of two children and wife of Ghazi Abu Taher (17), Nasreen has been residing in Singapore since 2008 with her family.]
Recent Comments