খেলা দেশে, ভালবাসা প্রবাসে – হারুন অর রশীদ (21st Batch)
স্থান: সিঙ্গাপুরের একটা প্রিজন সেল।
:মাসুদ ভাই, কম কইরা হইলেও সাত বছরের জেল হইব। আমার মা ছাড়া কেউ নাই । খালি মায়ে কাঁদবো। আপনের লাইগা ভাবী কাঁদবো, বাপে কাঁদবো, মায়ে কাঁদবো। আরও একজন কাঁদবো শোনার জন্য তাকিয়ে আছে ফয়সাল।
:পোলায় কাঁদবো। অহন ছোট বোঝে না। তয় সাত বছর জেলে পঁচলে হেও কাঁদবো।
:উকিলরে কি কইতে হইব মনে আছে? মাসুদ মাথা নেড়ে ‘না’ বলল। উকিলের নাম তান। দোভাষী মনিরুলকে নিয়ে ভেতরে ঢুকল সে। ঢুকেই বলল, ‘ইউ বাংলা, নো গুড। অলওয়েজ ফাইট।’
:শালা বাংলা নিয়ে আর একটা খারাপ কথা বলবিতো তোর একদিন কি আমার একদিন!
:মাসুদ ভাই, মাথা ঠিক রাখেন। কি কইছেন ট্যার পাইলে দেশে ফিইরা যাওন আর হইব না।
:দ্যাশ নিয়া খারাপ কথা কইলে আমার মাথা ঠিক থাকে না।
তান জিজ্ঞেস করল, হোয়াই হি ইজ সো অ্যাংরি অ্যান্ড হোয়াট ইজ শালা? মনিরুল কিছু বলার আগেই ফয়সাল বলল, শায়লা, হিজ ওয়াইফ। আই সী। যা বলার ভেবেচিন্তে বলবেন। বলে মনিরুল রেকর্ডারটা অন করল। মাসুদকে জেরা।
অয়ার ইউ ইনভলভ ইন দা রায়োট? (আপনি কি দাঙ্গায় জড়িত ছিলেন?) হ। হোয়াই? (কেন?) কারণ ওরা আমার দ্যাশ নিয়া তামাশা করছে। আর ইউ সরি ফর দিজ? (কৃতকর্মের জন্য আপনি কি দু:খিত?) না। উইল ইউ ডু ইট এগেইন? (এরকম কাজ কি আবার করবেন?) হ। যতবার দ্যাশ লইয়া তামাশা করব ততবার করুম। নো ফারদার কোশ্চেন। ফয়সালকে জেরা করার আগেই সে তানের পা দুটো ধরে বলল, স্যার, মাফ কইরা দ্যান। এমন ভুল আর হইব না। দশ জনের সংসারে ক্যাবল আমি টাকা কামাই। আমারে জেলে দিলে ওরা না খাইয়া থাকব স্যার। মাসুদ মনে মনে বলল, শালা গাদ্দার! মনিরুল ইংলিশ অনুবাদ করল। তান এনাফ ফর টু ডে বলতেই মনিরুল রেকর্ডার অফ করল। মাসুদের মোবাইলটা বেজে উঠল। ধরে বলল, লাইলি তোরে একটু পর ফোন দিতাছি। হু ইজ লাইলী? ফয়সাল বলল, হিজ ওয়াইফ। দেন হু ইজ শায়লা? মনিরুল জিজ্ঞেস করল, ডু ইউ নো দা স্টোরি অফ লাইলী মজনু? তান মাথা নেড়ে ‘না’ বলল। এ লাভ স্টোরি লাইক রোমিও জুলিয়েট। আই সী। বলে তান ওদেরকে নিয়ে বেরিয়ে গেল।
বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচটা এক্ষুনি শুরু হবে। লাইলীকে ফোন না দিয়ে মাসুদ খেলার চ্যানেলে চলে গেল। টসে হেরে বাংলাদেশ ব্যাটিং পেয়েছে। ওপেনাররা নামছে।
রাগ মাথা চাড়া দিয়ে উঠল মাসুদের। বলল, এতবার ডাব্বা মারনের পরও হেরে নামাইল ক্যান? দ্যাশে কি আর ভাল ব্যাটসম্যান নাই? মাসুদ ভাই, হে আইজ ভাল খেলব। দ্যাখলেন না প্রথম বলটা ক্যামন ত্যাজ লইয়া মারল? বলতে বলতেই, ক্যাচ আউট। এই খেলা আর দ্যাখুম না। বলে মাসুদ মোবাইলটা ছুড়ে মারল। বিকট এক শব্দ তুলে তা টুকরো টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল।
ফয়সাল নিজের মোবাইলটা বাড়িয়ে দিয়ে বলল, লন ভাবীর লগে কথা কন। তুমি একটা রাজাকার। রাজাকারের সাহায্য লাগব না। বলে মাসুদ হাত গুটিয়ে বসে রইল।
(বাংলাদেশ ওয়েষ্ট ইন্ডিজ খেলা নিয়ে মারপিটের ঘটনায় ১৪ জন প্রবাসী গ্রেফতার হয়েছে। বিচারাধীন সে ঘটনা নিয়েই এ কল্পকাহিনী)।
————-
হারুন অর রশীদ (21st Batch) | সিঙ্গাপুর, আপডেট: ০০:১৩, এপ্রিল ১৪, ২০১৪
Published: http://www.prothom-alo.com/we_are/article/191905/
========================
What happened to those people:
Eight Bangladeshi workers cleared over ‘cricket brawl’ at Kaki Bukit dormitory || Posted on 21 May 2014 |
Eight Bangladeshi workers have been cleared of rioting in a dormitory after a fight with another group – which is thought to have erupted over the result of a cricket match.
According to a report in The Straits Times, the eight, aged 26 to 38, were given a discharge amounting to an acquittal on Tuesday for being part of the assembly with six others to cause hurt to three Indian nationals at the Homestay Residence Dormitory.
The two groups were among 35 foreign workers who were arrested after a mass brawl broke out on March 25 at the dormitory in Kaki Bukit Avenue 3.
Police had earlier said in a statement that the fight took place during the screening of a live cricket match, understood to have been between Bangladesh and the West Indies.
The violence apparently erupted after Bangladesh lost the game.
Three other Bangladeshi workers, two aged 25 and one aged 36, had earlier been acquitted of rioting during their pre-trial conferences.
The three Indian nationals were charged with affray. Two of them – Dharmaraj Ramesh, 25, and Arumugam Velmurugan, 27 – were jailed two weeks and one week respectively for using criminal force. A third, Vengai Malar Mannan, 33, has been given a discharge amounting to an acquittal.
—————————————
Courtesy: The Stomp.
http://thecourtroom.stomp.com.sg/courtroom/cases/case-of-the-day/eight-bangladeshi-workers-cleared-over-cricket-brawl-at-kaki-bukit-dormitory
Recent Comments