11 BD crew stranded onboard MV Diamond 8 at Philippine & JMAAA Initiative

11 BD crew stranded onboard MV Diamond 8 at Philippine & JMAAA Initiative

Preamble: Navy seizes smuggled rice from foreign ship near Zamboanga Sibugay.

The cargo vessel carried 27,180 sacks of Vietnam rice worth P67.950 million, says the Philippine Navy. [For detailed news, pls click this link]


MV Diamond 8 এ ১১ বাংলাদেশিকে ফিলিপিন নৌবাহিনী কর্তৃক আটকের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিরসনকল্পে জুলদিয়া মেরিন একাডেমী এলমুনাই এসোসিয়েশন (JMAAA) গত ৭ মে ২০১৭ তারিখে মাননীয় নৌ পরিবহন সচিবসহ সমুদ্র পরিবহণ অধিদপ্তর ও অন্যান্য গূরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে অবহিতকরণ পূর্বক চিঠি প্রদান করে। উক্ত চিঠিতে প্রয়োজনীয় পরামর্শসহ যেকোন ধরনের সাহায্য সহযোগিতা করতে JMAAA প্রস্তুত বলে জানানো হয়।

গত ১১ মে ২০১৮ তারিখে ফিলিপিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত মহোদয় JMAAA কর্তৃক প্রদত্ত চিঠির আনুষ্ঠানিক জবাবে ফিলিপিন সরকার এবং ITF Philippine কে অবহিত করা সহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণকরতঃ একজন আইনজ্ঞের সন্ধান দেন। উক্ত চিঠিতে রাষ্ট্রদূত মহোদয় JMAAA সভাপতির নিকট আইনি কার্যক্রমের যাবতীয় ব্যয়ভার বহন করার জন্য সহযোগীতা চান।

উক্ত কার্যক্রমের ধারাবাহিকতায়, মাননীয় রাষ্ট্রদূতসহ সমুদ্র পরিবহণ অধিদপ্তর(DOS) এবং অন্যান্য গূরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে JMAAA তার ভূমিকা সম্বন্ধে অবহিত করণের লক্ষ্যে আজ ১৪ মে ২০১৮ তারিখ্র মাননীয় মহাপরিচালক, সমূদ্র পরিবহণ অধিদপ্তর-কে নিম্নে সংযুক্ত চিঠি JMAAA এর সভাপতি মহোদয় স্বহস্তে প্রদান করেন। চিঠিতে আইনজ্ঞ নিয়োগ এবং আইনি কার্যক্রমের প্রয়োজনীয় ব্যয়ভার সংক্রান্ত বিষয়ে ফিলিপিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রদূতের মনোভাব সম্বন্ধে মহাপরিচালককে অবহিত করা হয়।
এসময় ফিলিপিন জলসীমায় ফিলিপিন সরকার কর্তৃক আটক MV Diamond 8-এ অবস্থানরত বাংলাদেশি ১১ অফিসার ক্রুদের দেশে ফিরিয়ে আনার জন্য মহাপরিচালক অধিদপ্তরের নিজস্ব তহবিল হতে সাহায্য করার সদিচ্ছা ব্যক্ত করেন। আবারও যাতে নাইজেরিয়াতে ৪ বাংলাদেশী আটকের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেই ব্যাপারে গুরুত্বারোপ করা হয়।এর প্রেক্ষিতে ভবিষ্যাতে এ ধরনের ঘটনার পূনরাবৃত্তি হলে আশু করনীয় পদক্ষেপ নেয়ার বিষয় JMAAA-এর মানানীয় সভাপতি পুরো বিষয়টিকে একটি পদ্ধতিগত বাধ্যবাধকতার মধ্যে আনার বিষয়ে জোর দেন। এই লক্ষ্যে ডিজি মহোদয় উপরোক্ত ঘটনাবলী নিরুপণপূর্বক একটি SOP( Standard Operating Procedure) গঠন করার ব্যাপারে মতপ্রকাশ করেন এবং তা বাস্তবায়নের জন্য JMAAA-এর সহযোগিতা কামনা করেন।

সেইসাথে বর্তমান সময়ে মেরিনারদের প্রাণের দাবি সিওপি সংক্রান্ত বিষয়টি আবারও গুরুত্বের সাথে দেখার অনুরোধ করেন। এর জবাবে, সিওপির বিষয়ে মহাপরিচালক নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য পেশ করেছেন বলে জানান। JMAAA-এর সভাপতি মহোদয়কে আরো জানানো হয় যে, সিওপি সংক্রান্ত বিষয়াবলী দ্রুত DOS Website এ বুলেটিন আকারে প্রকাশ করা হবে।
এবং JMAAA-এর পক্ষ থেকে COP সমস্যা নিরোসনের জন্য যেসব সুপারিশ করা হয়েছে তাও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে অবহিত করা হয়।

Letter from Manila BD Embassy,Philippine


Courtesy: JMAAA

Share