Capt. M Babul Hossain (27N) breathed his last on 22nd April 2022

Capt. M Babul Hossain (27N) breathed his last on 22nd April 2022

With a heavy heart it is to inform that Capt. M Babul Hossain (27N) breathed his last at 1:30 AM on 22nd April 2022.

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন / Inna Lillahi wa inna ilayhi raji’un  (We belong to Allah and to Him shall we return)

He was in the ICU of Evercare Hospital, Dhaka. He had been admitted there since 13th April due to multiple organ disorder.
After passing out from the Marine Academy in 1992, Capt. Babul started his sea career with Bangladesh Shipping Corporation. Later he sailed with several international companies including Barber Ship Management, IMC shipping company, Singapore etc. After leaving the sea life, he joined Bangladesh Maritime Training Academy (BMTI), Dhaka in 2012 and had a glorious career of 10 years. He had been a lovely and cheerful person and very loving to his students and colleagues.

The remaining of the eternal was taken to his hometown (Niphamary).
Let us pray for his departed soul. Let him be forgiven and be placed in Zannah.

From FB Post of his Batchmate Atique Ua Khan:
বাবুল উত্তরা, ঢাকার “বাংলাদেশ মেরিটাইম ট্রেনিং ইন্সটিটিউট” (BMTI) এ “চীফ অফ নটিকাল স্টাডিজ” (CNS) হিসেবে কর্মরত ছিল। ও সমুদ্রের মায়া ত্যাগ করে ১০ বছর আগে ২০১২ সালে এই প্রতিষ্ঠানে যোগ দিয়েছিল। এই প্রতিষ্ঠানকে এতদূর নিয়ে আসার পিছনে ওর অনেক অবদান।

বাবুল মৃত্যুর সময় স্ত্রী, ১ কন্যা এবং ২ পুত্র রেখে গিয়েছে। ওর বড় কন্যা স্পেশাল চাইল্ড, বড় ছেলে এইচএসসি পরিক্ষার্থী আর ছোট ছেলে ক্লাস থ্রিতে পড়ে। রমজান মাস হওয়াতে দূরত্ব এবং সময় স্বল্পতার কথা বিবেচনা করে ঢাকায় ওর কোন নামাজে জানাজা অনুষ্ঠিত হয়নি। বাবুলকে আজ জানাজার পর নীলফামারীতে ওর গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে৷ বাবুল খুব সহজ-সরল, স্বতস্ফুর্ত আর দিলখোলা মানুষ ছিল। খুব সহজেই যে কাউকে আপন করে নিতে পারত। বহু বছর পর কোন বন্ধুর সাথে দেখা হলেও বুকে জড়িয়ে ধরত। বাবুল নিজের স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা অমনোযোগী ছিল, এটাই কষ্টের। নইলে এত তাড়াতাড়ি ওকে বিদায় দেয়ার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না।

পবিত্র মাসের পবিত্র রাতে আল্লাহ রাব্বুল আলামিন বাবুলকে নিজের মেহমান করে নিয়েছেন। সবার কাছে অনুরোধ, দোয়ায় রাখবেন, বিশেষ করে আগামী ১০ রাত, যেন এই পবিত্র রমজান মাসের উসিলায় হলেও আল্লাহ রাব্বুল আলামিন বাবুলকে জান্নাত নসীব করেন।

Share