Marine engineer Sajid Hussain (15E) selected for IMarEST award

Marine engineer Sajid Hussain (15E) selected for IMarEST award

Sajid Hussain, the Commandant of Bangladesh Marine Academy, has been selected for the ‘Outstanding Contribution Award in Marine Education 2019’ of the Institute of Marine Engineering, Science & Technology (IMarEST) in London.
This prestigious award recognises the achievements of those who contribute to improving marine education.

IMarEST is a professional body of about 22,000 marine professionals from 120 countries, including Bangladesh. It has a Consultative Status at International Maritime Organization of United Nation. Sajid’s selection was confirmed by an official letter on Friday. He will receive the Award Trophy at the IMarEST council session on March 15 at Guildhall of London, according to a press release.

Sajid has been working as a Chartered Engineer of UK Engineering Council since 2017 and Chartered Marine Engineer & Fellow of IMarEST since 2006, a Governor of the Board of Governors of World Maritime University since 2013, Sweden and a Maritime Ambassador of International Maritime Organization of UN since 2016.

His publications include 21 books, 20 research papers and 250 features.

===================================================== 

বিশিষ্ট নৌ প্রকৌশলী সাজিদ হোসেন লন্ডনের ‘ইনস্টিটিউট অব মেরিন ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইমারেস্ট)-এর ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন মেরিন এডুকেশন ২০১৯’-এর জন্য নির্বাচিত হয়েছেন। তিনি ২০০৯ সাল থেকে বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্টের দায়িত্বে আছেন।

মেরিন শিক্ষার উন্নয়নে যাঁরা অবদান রাখেন তাঁদের অর্জিত উৎকর্ষকে স্বীকৃতি দিয়ে এই পুরস্কার দেয় আইমারেস্ট। ১২০ দেশের প্রায় ২২০০০ মেরিন প্রফেশনালদের পেশাদার সংস্থা আইমারেস্ট। জাতিসংঘের অঙ্গসংস্থা ‘ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনে (আইএমও)’ পরামর্শদাতার মর্যাদায় কাজ করে থাকে। গত শুক্রবার প্রতিষ্ঠানটির একটি চিঠিতে পুরস্কারের বিষয়টি নিশ্চিত করেছে আইমারেস্ট। আগামী ১৫ মার্চ লন্ডনের গিল্ডহলে আইমারেস্ট কাউন্সিল সেশনে সাজিদ হোসেন পুরস্কার গ্রহণ করবেন।

Courtesy: United News of Bangladesh (UNB)

http://www.kalerkantho.com

 

 

Share