Capt. Khandokar Shahinul Islam (27N) is on his final journey.

Capt. Khandokar Shahinul Islam (27N) is on his final journey.

Informing with heavy heart that our beloved Captain Khandokar Shahinul Islam (27N/1407 BMA) has passed away in this morning (3 AM, 18 May 2020) by heart failure.

Inna lillahe wa inna ilaihe rajeun.

He was on-board (Captain of MT Meghna Trader) at Chattogram Outer Anchorage. Upon receiving the heart-attack, the Coast Guard brought him to Chattogram Ma-O-Shishu Hospital before his death.
Capt. Shahinul was from Chuadanga. He has left his wife and 2 kids in his Agrabad, Ctg residence.

4 mates from 27th Batch, BMA

From FB of Atique_Khan (27N): পোস্টমর্টেম হবার সাথে সাথেই রিলিজ নিয়ে ক্যাপ্টেন খন্দকার শাহীনুল ইসলামের জানাজা আর দাফন আজ ইফতারের আগেই সম্পন্ন হয়েছে। যেহেতু হাসপাতালে পৌছানোর পূর্বেই শাহীন ইন্তেকাল করেছে তাই ডেথ সার্টিফিকেট নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছিল। ইন্সুরেন্স ক্লেইমের জন্যেও ডেথ সার্টিফিকেট জরুরী।
শাহীনের জাহাজ বহিঃনোঙরে আছে। গতকাল সকালেও শাহীন বাসায় ঘুরে গিয়েছিল। জাহাজের চীফ ইঞ্জিনিয়ার আর চীফ অফিসারের বক্তব্য অনুযায়ী, জাহাজে গতকাল দিবাগত রাত একটায় ওর বুক ব্যাথা, ঘাড় ব্যথা, ঘাম আর বমি শুরু হয়। কোস্টগার্ডেরর স্পিডবোট এসে পৌঁছাতে এক-দেড় ঘন্টা সময় লাগলে এরমধ্যেই সম্ভবত জাহাজের গ্যাংওয়েতে অপেক্ষারত অবস্থায় শাহীন শেষ নিঃশ্বাস ত্যাগ করে। হাসপাতালে ওর শীতল মৃতদেহ যখন পৌঁছে, ততক্ষণে সব শেষ।
বিকাল ৫ টার আশপাশে ওর জানাজা হয়েছে। শাহীনের দুই সন্তান। মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে আর ছেলে ক্লাস থ্রিতে পড়ে। অবুঝ ছেলেটা বাবার কবরে ধীরে ধীরে মাটি দিচ্ছিল। ও হয়ত জানেই না, কি হারিয়েছে। এত অল্প বয়সে বাবাকে হারাল, সামনে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।
সময়মত সংবাদ না পাওয়াতে সবাইকে জানাজার সময় জানানো সম্ভব হয়নি। ব্যাচমেটদের মধ্যে শুধুমাত্র আমি আর আরিফ কবর জেয়ারতে উপস্থিত ছিলাম।
আসুন আমরা সবাই শাহীনের রূহের মাগফেরাত কামনা করি, আমাদের দোয়ায় ওকে শরীক করি। রমজান মাসের উসিলায় হলেও আল্লাহ রাব্বুল আলামিন শাহীনকে জান্নাতবাসী করুন।

BMMOA obituary notice:

Share