The Tale of NONGOR- নোঙর কথন : একেএম সাইফুল্লাহ (২৯)

The Tale of NONGOR- নোঙর কথন : একেএম সাইফুল্লাহ (২৯)

The convergence of the vessel and the emerald sea, the haze and monotony of the torrential monsoon, the fury of the roaring swells, the resonance of waves breaking under the propelling ship…all these beguile the sailor towards the endless seas, in a recurrent  journey like a  gypsy … roaming  around the world , which becomes his home away from home.

A sailor’s wishes and desires find their equation amidst the jobs of loading and discharging, manouevring , seawatch, etc. While the equations meet their solutions, the time comes for signing off and  set off for his real home, to the near and dear ones.

There was a time when the ‘Runner’ would move around from one place to another with Letter or news  that seemed like strings of beads in the form of heartfelt words from closest ones…and was thought to quench the immense thirst of the receiver.

Today,  ‘letter’ has become a distant star. Instead , up-to-the-minute apps like Email, Messenger, etc have replaced and contributed much in the name of contemporary technology. Its contribution to our needs and demands remains a matter of controversy .  Alongside , writing in Bangla is also diminishing. Opportunities may have narrowed down themselves…e.g. we feel more at home with hi-tech appeal nowadays rather than writing,   but the efforts and emotions towards expressing ourselves are no lesser than before .

The slowly dimininishing writings of the mariners  have been given the elixir of Life by our BMCS magazine, NONGOR (Anchor). The magazine has put an effort to be an anchor of the mariners’ heartfelt words, which are shared with the rest of the world.

In this edition of Nongor, we have tried to bring three generations of seafarers together with their collection of professional knowledge , seminars, group mailing, history of ships, discussion and other technical issues next to the tragic and spine-chilling tales of survival in the sea amidst calamitous environment.  True and real life stories, short stories and collection of Poetry add to our presentation in this version . The compilation of seafarers’ writings from three continents and seven countries have made this edition not only a combination of realistic and flexible experiences of the brave combatants facing the struggles during their sea-faring days, but are authentic notes of   inspiration and instructions as well.

We are proud to share the writing of honourable Professor, who has steered his ship against the odds or vices to venture towards the path of enlightment of human psyche. He is the trendsetter of the Movement Alokito Manush Chai(In Need of enlightened Human beings ).

Nongor is the joint harvest of the supportive hearts of the mariner families in Singapore and abroad . Simultaneously, our Sponsors and agents have stretched beyond their limits to support our endeavour . Therefore, all and if any accomplishment of Nongor,  belong to you .

With your continual support, we shall be coming back to you, yet again .  Please be with us.

—————————————————————-

জল ও জাহাজের মায়াবী ছোঁয়ায়, ঘোর ঘন বর্ষায়, স্রোতের টানে, পানির
কাঁচ কাটা নিক্কণে, সুগভীর নীলের অতলান্তিক আহ্বানে – নাবিকের ছুঁটে চলা,
নিরন্তর। যাযাবর এই জীবন যাপন, বাড়ির বাহিরে বাড়িতে।

যাহা পাই তাহা ভুল করে চাই। যাহা চাই তাহা পাই না। লোডিং-ডিসচার্জিং, ম্যানুভারিং, সী ওয়াচ করতে করতেই চাওয়া পাওয়ার এই সমীকরণ, অন্তর্নীল হয়ে ওঠা এই দ্বন্দ্বের সমাধান মেলাতে মেলাতে শেষ হয়ে আসে জাহাজে নাবিকের চুক্তিবদ্ধ সময় । সময় হয়ে যায় বাড়ি ফেরার।

সে এক সময় ছিল যখন জগতের এক প্রান্তে, রানার ছুটে চলতো দিগন্ত থেকে দিগন্তে, খবর নিয়ে, হৃদয় থেকে ওঠা শব্দমালা নিয়ে। অন্যপ্রান্তে, প্রেয়সীর ভালবাসা আর পরিজনের নিঃসীম আবেগ, সারা শরীর জুড়ে ধারন করে আকাশ পথের ভেলায় ভেসে আসত অপার তৃষ্ণার ‘চিঠি’।

মাঝে পেরিয়ে গেছে অনেক বছর। মায়ের নাকের নোলকের মত, কিভাবে যেন হারিয়ে গেছে চিঠিও। ইমেইল, ম্যাসেঞ্জার, বিভিন্ন মোবাইল এ্যাপসের মত অধুনা প্রযুক্তি দিয়েছে অনেক। বদলে কি নিয়েছে তা নিয়ে নানা তর্কে উঠতে পারে চায়ের কাপে ঝড়। চিঠি হয়ে গেছে দূর আকাশের তারা। সেই সাথে বাংলায় লেখার প্রবণতাও লুপ্ত প্রায়। সুযোগ কমেছে সত্য। তার চেয়েও বেশি কমেছে, ইচ্ছে ও আবেগ।

যান্ত্রিকতার আগ্রাসনে, সময়ের আবর্তে ক্রমশই ক্ষীণতনু হয়ে ওঠা, নাবিকের প্রায় হারিয়ে যাওয়া গোপন গভীর লেখনী শক্তিকে আবারো সঞ্জিবনী সুধা দিতে BMCS ফিরে এসেছে, নোঙর নিয়ে।

পেশাগত সেমিনার, দেশে ও বিদেশে সমমনা সংগঠনের সাথে অর্জিত জ্ঞানের বিনিময়, গ্রুপ মেইলের মাধ্যমে তথ্যের আদান-প্রদানের পাশাপাশি সমস্ত শুভ আর সুশীলের পরিচর্যা করে এগিয়ে যাবার প্রত্যয়ই আমাদের অঙ্গীকার।

তিন মহাদেশের সাতটি দেশ থেকে লেখা এসেছে এবার, হয়েছে নাবিক সমাজের তিন প্রজন্মের সম্মিলন। অর্ধ শতাব্দীর অভিজ্ঞতায় ঋদ্ধ বয়োজ্যেষ্ঠ নাবিকের লেখনীর পাশাপাশি আমাদের এ বছরের সংখ্যায় আছে, জাহাজের ইতিহাস, আমাদের দিকপালদের নিয়ে আলোচনা, বিভিন্ন টেকনিক্যাল বিষয়। সেই সাথে আছে সমুদ্র সংগ্রামের ভয়াল ও রোমহর্ষক কাহিনী, সত্য ঘটনা, গল্প ও কবিতাতো বটেই।

আরো আছে, স্রোতের উজানে নাও বেয়ে সৎ ও সুন্দরের দিশা দেখানো, সর্বজন শ্রদ্ধেয় এক ক্ষণজন্মা শিক্ষক, ‘আলোকিত মানুষ চাই’ আন্দোলনের প্রবর্তকের লেখা।

BMCS-এর সকল সদস্যের সাথে সিঙ্গাপুরের বাইরে আমাদের বর্ধিত পরিবারের সবার অকুন্ঠ সহযোগিতার ফল, ‘নোঙর’। সেই সাথে আমরা অসাধারন সমর্থন পেয়েছি আমাদের সহযোগী সংগঠন, স্পনসরদের কাছ থেকেও। এ প্রকাশনার সফলতা, যদি কিছু থেকে থাকে, তার সবটুকু তাই আপনাদের।

সবার সহযোগিতায়, আরো ভালো কিছু নিয়ে ফিরে আসব, আবারো। শুধু সঙ্গে থাকবেন।
————————-

Saifullah_29

একেএম সাইফুল্লাহ (২৯)ঃ একরোখা জেদে ভাল কিছুর সাথে জড়িয়ে পড়া একমাত্র নেশা। নাবিক জীবনের অতলান্তিকের টান কখন যেন লেখায় আছড়ে পড়েছে। বেশ কিছু লেখা আছে বিভিন্ন ই জার্নালে। বিষয় আন্তর্জাতিক, স্বদেশ আর খেলা। অবসরের ভাল লাগায় পরিবার, বন্ধুদল, পড়া আর খেলা।

Share