[Book] Nunki Ekti Tarar Nam – ASM Shamsuz Zaman (11N)

[Book] Nunki Ekti Tarar Nam – ASM Shamsuz Zaman (11N)

 ‘আমি এপ্রেন্টিশিপ বা শিক্ষানবিশ থাকার সময় এবং চাকরি করার সুবাদে জাহাজ নিয়ে বহু বছর ধরে পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রেন্তে ঘুরেবেড়িয়েছি। জাহাজ বন্দরে ভিড়িয়ে বা সমুদ্রে থাকার সময়বাড়ীঘরের মত থাকা-খাওয়ার সুবিধার ভেতরে কাজ করেছি। ঝরঝঙ্গার সমুদ্র থেকে শুরু করে- নিরালা পাটি বিছানো সুমুদ্রের লোনা হাওয়ায় নিঃশ্বাস নিয়েছি। কখন নিঃসীম সমুদ্র এবং বিদেশবিভুয়ে, পরিবার পরিজন থেকে দূরে থেকে নিঃসঙ্গ সময় কাটিয়েছি। 

    এসবের কথা নিয়ে আমি একটি মেমোয়ার রা সৃতিকথা লিখতে শুরু করেছিলাম কিন্ত লিখতে গিয়ে সেসব খুব লম্বা হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত আমার সমুদ্রচারী জীবনের পর্বগুলোকে বিবেচনা করে, আমার বইটিকে তিনটি পর্বে ভাগ করে লিখেছি। প্রথম পর্বে, আমার শিক্ষানবিশ জিবনের কথা দিয়ে শুরু করে দ্বিতীয় পর্বে এসে আমি যুক্তরাজ্য, হংকং এবং আয়ারল্যান্ডে  লেখাপড়া করার সময়ের কথা বলেছি। তৃতীয় বা শেষ পর্বে আমি ১৮০ দিনের সমুদ্র ভ্রমনের বর্ণনা দিয়েছি। এ পর্বে আমার বন্ধু আবুজার জীবনে ঘাত-প্রতিঘাতের বিযোগান্তক কথা বলে,লেখা শেষ করেছি। আমার পাঠক বন্ধুরা এ তিনটি পর্বকে একসাথে পড়ে, সমুদ্র, জাহাজ এবং সমুদ্রচারী মেরিনারদের জীবনের একটি ধারণা পাবেন এসব লেখার মাঝে আমার বাল্য এবং  কৈশোর বয়সের অনেক কথাও উঠে এসেছে।

    এ বইটি লেখার পেছনে আমার আরো একটি উদ্দেশ্য আছে। চলমান জীবনে সম্পূর্ণ স্থির  বলতে কিছু নাই। এই সেদিন মাত্র আমি নিজেও, আকাশের চাঁদ সূর্য, গ্রহ-তারা ব্যাবহার করে জাহাজের অবস্থান বের করেছি। কিন্তু ‘জিপিএস’ আসার পরে এখন চাঁদ-সূর্য ব্যাবহার না করেও জাহাজ চালানো যায়। এসব বিবেচনায়, আমি চেয়েছি, আমার সময় পর্যন্ত সেইলিংএর সময়টাকে লেখনীর মাঝে ধরে রাখি।    


Prothoma Prokashon ( a sister concern of Prothom Alo ) is going to publish this book – নুনকি একটি তারার নাম ( pages-250 ). 

The book will be available in Ekushe Boi Mela by 23-24 Feb/17.  

Share